বরগুনার খুড়িয়াঘাট নামক স্থানে আমতলী-কলাপাড়া মহাসড়কে বাস চাপায় ইমরান (২৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ইমরানের বাড়ী আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। সোমবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে সড়কে ওঠার সময়ে কুয়াকাটাগামী আনসার ভিডিপি সদস্যদের বহনকারী একটি বাস ইমরানকে মোটরসাইকেলসহ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শহীদুল্লাহ জানিয়েছেন এ ঘটনায় মামলা হয়েছে।’’
বরগুনা