বরগুনার তালতলী উপজেলার তালতলী পাড়াস্থ মৃত্যু বঙ্কিম চন্দ্র শীলের কন্যা তালতলী ডিগ্রী কলেজের বিএ মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী নুপুর রাণী (২১) পার্শ্ববর্তী ঠংপাড়া এলাকার শুনিল চন্দ্র শীলের পুত্র বরগুনা সরকারি কলেজের বিএ মানবিক শাখার তৃতীয় বর্ষের ছাত্র সুষান্ত চন্দ্র শীলের বাড়িতে বিয়ে দাবিতে ওই ছাত্রী ৩দিন ধরে অবস্থান করছেন।
নুপুর রাণী জানান- উপজেলার ঠংপাড়া এলাকার শুনিল চন্দ্র শীলের পুত্র সুশান্ত চন্দ্র শীলের সাথে গত ৪বছর ধরে প্রেম বিনিময় চলে আসছে। এক পর্যায় ওই ছাত্রীকে বিয়ে করার অঙ্গীকারে উভয়ের মধ্যে হয়েছে মন দেয়া নেয়া।
গত বছরের শেষের দিকে মামা রমেশ চন্দ্র তার বিয়ের সকল ব্যবস্থা করলেও ওই ছাত্রীর বাঁধায় অভিভাবকরা তাকে বিয়ে দিতে পারেনি। সম্প্রতি ওই ছাত্রী তার প্রেমিক কলেজছাত্র সুশান্ত চন্দ্র শীলের বিয়ের আয়োজনের খবর শুনে ২৬ নভেম্বর প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে।
অনশনের ২য় দিনে ২৭ নভেম্বর সু কৌশলে ওই ছাত্রীকে বাইরে নামিয়ে খালি ঘরে তালা লাগিয়ে রাখে। পরে শুনিল চন্দ্র শীল তার স্ত্রী ও পুত্র সুশান্ত চন্দ্র শীলকে বরগুনা গোসাই বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে বাজারের একটি সেলুনের দোকানে থাকে।
শুনিল চন্দ্র শীল জানান, বঙ্কিম চন্দ্র শীলের কন্যা কলেজ ছাত্রী তার কলেজ পড়ুয়া পুত্র সুশান্ত চন্দ্র শীলের সাথে বিয়ে বসার দাবিতে তার বাড়িতে এসেছে। তবে উভয়ের মধ্যে প্রেম অথবা বিয়ের কোন অঙ্গীকার হয়েছে কী না তা তিনি জানেন না।
ছোটবগী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ তৌফিকউজ্জামান তনু জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
তালতলী থানার ওসি কমলেস চন্দ্র হালদার জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
বরগুনা