৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

আমতলীতে সড়ক দুর্ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই চীনা প্রকৌশলী আহত

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৪:২৭ অপরাহ্ণ, ০২ অক্টোবর ২০২৩

আমতলীতে সড়ক দুর্ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই চীনা প্রকৌশলী আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আমতলী-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই গাড়িতে থাকা ওয়াইইউ (৪৩) এবং চুয়েন (৩১) নামে দুই প্রকৌশলী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে আমড়াগাছিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠায়।

সূত্রে জানা গেছে, পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার লিন (৩৭) ও দুই প্রকৌশলী ওয়াইইউ ও চুয়েন মাইক্রোবাসে সোমবার দুপুরে ঢাকা যাচ্ছিলেন। পথে আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

এতে ওই গাড়িতে থাকা দুই প্রকৌশলী ওয়াইইউ এবং চুয়েন গুরুতর আহত হয়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. লুনা বিনতে হক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের চিনা তিন নাগরিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়ান হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

 

38 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন