বরগুনার আমতলী উপজেলায় ১১শ’ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে আমতলীর বাঁধঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
আটকরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার আবদুল হাই সিকদারের ছেলে আবু হানিফ ও একই এলাকার শানু হাওলাদারের ছেলে রহমত হোসেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বরিশালটাইমসকে জানিয়েছেন, দুপুরে আমতলী বাঁধঘাট এলাকায় গাড়িতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় হানিফ ও রহমতের ব্যবহৃত মোটরসাইকেলটির গতিরোধ করে তাদের শরীর তল্লাশি করে ১১শ’ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বরগুনা