বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৪২ অপরাহ্ণ, ২১ ফেব্রুয়ারি ২০১৭
আমতলীতে ৩ দিন ব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক ড.মহা: বশিরুল আলম। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র মো: মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, শিক্ষাকর্মকর্তা মো: জাহিদ উদ্দিন ও ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য শাহিনুর তালুকদার, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম, মো: হারুন অর রশিদ ও এ্যাডভোকেট নুরুল ইসলাম, কুষি কর্মকর্তা এসএম বদরুল আলম, সমবায় কর্মকর্তা আজাদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মস্তফা, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আলতাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ২০টি স্টল অংশ গ্রহন করে।
এর আগে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমÍবক অর্পন করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুশফিকুর রহমান, আমতলী প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, বেসরকারী সংগঠন নজরুল স্মৃতি সংসদ-এনএসএস, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেকবলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, উদিচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।