বরগুনা: বরগুনার আমতলী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসাসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার উদ্দেশে গুলি ছোড়ার অভিযোগে মামলা হয়েছে।
রোববার (০২ অক্টোবর) সকালে এ মামলা করেন ৪নং ওয়ার্ডের বাসিন্দা জয় চন্দ্র।
এছাড়া মামলায় জিএম মুসার বাবা আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ারকে হুকুমের আসামি করা হয়েছে।
পরে আদালতের বিচারক মো. মাছুম বিল্লাহ্ মামলাটি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) আমতলীকে তদন্তের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে আখড়াবাড়ি এলাকায় জয় চন্দ্রের মোটরসাইকেলের গতিরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করায় আসামিরা। জয় চন্দ্র টাকা দিতে অস্বীকার করলে আসামিরা পিস্তল বের করে তাকে হত্যার হুমকি দেয় ও মোটরসাইকেলটি ভাঙচুর করে।
বরগুনা