পিরোজপুরে অটোরিকশা চালকের ওপর এক পুলিশ কনস্টেবলের হামলা থামাতে গিয়ে আরও কয়েকজনকে লাঞ্ছিত করার অভিযোগ মিলেছে। শনিবার জেলা শহরে সাংবাদিকদের উপস্থিতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পুলিশ সদস্যর নাম প্রিন্স সিমলাই। তিনি পিরোজপুর জেলায় কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের একটি শোভাযাত্রা যাচ্ছিল। পৌরসভা সড়কে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শোভাযাত্রাটি পৌঁছলে ট্রাফিক পুলিশ রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করছিল।
ওই সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তার পাশে থামানোর সময় এক ব্যক্তির গায়ে সামান্য ধাক্কা লাগে। যিনি পুলিশের কন্সটেবল।
স্থানীয়রা আরও জানান- এরপর ওই কন্সটেবল অটোরিকশাটি থামিয়ে চালক দুলাল হাওলাদারকে গাড়ির ভেতরে থাকা অবস্থা চড় দিতে দিতে নামিয়ে পেটাতে শুরু করেন।
মারধরে এক পর্যায়ে তিনি বলতে থাকেন, “তুই চিনিস আমাকে? আমি পুলিশ, চল চল থানায় চল, আইজ তোর বারোটা বাজাইয়া ছাড়মু।”
ওই সময় দেখা যায়- রাস্তার লোকজন বিষয়টি দেখে থামাতে গেলে পুলিশ সদস্য তাদের ওপরও চড়াও হন। তার হাতে সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মিরণ এবং পৌরসভার গাড়ি চালক শাহীনসহ আরও কয়েকজন লাঞ্ছিত হন।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) আহম্মদ মাঈনুল হাসান বরিশালটাইমসকে বলেন- “বিষয়টি শোনার পরে খতিয়ে দেখছি, অভিযোগের প্রমাণ মিললে যথাযথ আইনে ব্যবস্থা নেওয়া হবে।”
শিরোনামপিরোজপুর