বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:৫৪ অপরাহ্ণ, ১৪ মার্চ ২০১৬
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান নিখোঁজ হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অয়ামের বরাত দিয়ে বিবিসি এই নিখোঁজের সংবাদ জানিয়েছে।
সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের অংশ হয়ে ২০১৫ সালের মার্চ মাস থেকে আমিরাত বিমান হামলা চালিয়ে আসছে ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ্রাবো মানসুর হাদির পক্ষ নিয়ে।
এ যাবত প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে ইয়েমেন সংঘর্ষে। এই যুদ্ধে আমিরাতের পক্ষ থেকে এই প্রথম কোন ক্ষয়ক্ষতির কথা জানানো হলো। তবে ঠিক কি হয়েছে সেটা এখনো পরিষ্কার করে জানায়নি কর্তৃপক্ষ। আমিরাত এফ-১৬ এবং মিরেজ ২০০০ জঙ্গি বিমান ব্যবহার করে।