জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
শনিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এসএ ইনস্টিটিউশনের ৭০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।
এ সময় তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকার যুযোপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে ১ জানুয়ারিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, হাইকোর্টের বিচারপতি একেএম জহিরুল হক, কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, বাউফল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জামানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধি ও বিদ্যালয়টির সাবেক ছাত্র-ছাত্রীরা।
খবর বিজ্ঞপ্তি, পটুয়াখালি