ঘণ্টা আগের আপডেট রাত ১:৫৭ ; সোমবার ; ডিসেম্বর ১১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

আ’লীগের মনোনয়ন বঞ্চিত হচ্ছেন জেবুন্নেছা আফরোজ?

বরিশালটাইমস রিপোর্ট
১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭

তাহলে কী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে সাংসদ জেবুন্নেছা আফরোজ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হচ্ছেন- এমন গুঞ্জন সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কেন্দ্রের চুড়ান্ত মনোনয়ন তালিকায় তার নাম স্থান না পাওয়ায় এই গুঞ্জন ক্রমশই ডালপালা মেলতে শুরু করেছে। যদিও ওই চুড়ান্ত মনোনয়ন তালিকায় বরিশাল ১ আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ, তালুকদার মো. ইউনুস এবং সাংসদ পঙ্কজ দেবনাথ স্থান পেয়েছেন।

সম্প্রতি আসন ভিত্তিক জরিপ শেষে ফলাফল বিশ্লেষণ করে সারাদেশের ১৫১ প্রার্থীর নাম ঘোষণা করে কেন্দ্র। সেই তালিকায় বরিশালের ৬টি আসনের তিনটিতে প্রার্থীদের নাম প্রকাশ পেলেও বাকী সদর আসনসহ ৩টি এখনও ঘোষণা হয়নি। কিন্তু বাকী তিনটি ঘোষণার আগেই বরিশাল সদর আসন থেকে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরনের স্ত্রী বর্তমান সাংসদ জেবুন্নেছা আফরোজ মনোনয়ন পাচ্ছেন কী না তা নিয়ে চলছে নানা হিসেব নিকাশ।

তাছাড়া বাকী আসন অর্থাৎ বাবুগঞ্জ মুলাদী ২ ও বাকেরগঞ্জ ৬ আওয়ামী লীগের টিকিটে কে আগামী সংসদ নির্বাচনে প্রার্থীতা করবেন তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এই বাস্তবতায় জেবুন্নেছা দলটি থেকে মনোনয়ন পাচ্ছেন বা পাবেন কী না এমন প্রশ্নে অনুসারীরা রয়েছেন শঙ্কায়। যদিও এমন গুঞ্জনের প্রেক্ষিতে বিরোধী শিবিরের নেতাকর্মীরা মাঠে বলে বেড়াচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর অর্থাৎ ৫ আসনে নতুন কোন প্রার্থী আসতে পারেন।

সেই সাথে বাকি দুটি আসনেও আসতে পারেন নতুন মুখ। এক্ষেত্রে তাদের ভাষ্য হচ্ছে- জেবুন্নেছার মনোনয়নের বিষয়টি পুরোপুরি সিটি কর্পোরেশন নির্বাচনের ওপরে নির্ভর করছে। কারণ সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর আ’লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল¬াহ ও কর্নেল জাহিদ ফারুক শামীমের অংশ নিতে সমানভাবে দৌড়ঝাপ করছেন। তাদের মধ্যে সাদিক যদি কর্পোরেশনে আ’লীগের প্রার্থীতা পান তাহলে কর্নেল সদর আসনে প্রার্থীতা লাভের সম্ভবনা রয়েছে। কারণ এই নেতার পক্ষ বিশেষ মহলের সুপারিশ থাকায় নেত্রী শেখ হাসিনারও সুদৃষ্টি রয়েছে এমন কথা মাঠে চাউর রয়েছে।

সুতরাং জেবুন্নেছা আ’লীগের মনোনয়ন বঞ্চিতের বিষয়টি গুঞ্জন হলেও সর্বত্র আলোচনার খোরাক জুগিয়েছে। অবশ্য অঘোষিত বরিশাল সদরসহ বাকি তিনটি আসন নিয়ে কেন্দ্রেও চুলচেরা বিশে¬ষণ চলছে। এমতাবস্থায় কেন্দ্রীয় একাধিক সূত্র জানিয়েছে- গণভবনে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একান্ত আলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই একাধিকবার প্রার্থী জরিপের কথা জানিয়েছেন। সেই অনুসারে ২০০ আসনে প্রার্থী জরিপ শেষে ১৫১ জনের মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

মূলত সেই তালিকায় বরিশাল ১ আসনে আবুল হাসানাত আব্দুল্লাহ, ২ আসনে অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং ৪ আসনে পঙ্কজ দেবনাথের বিষয়টি প্রকাশ পায়। অবশ্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ সাংবাদিকদের বলছেন- বিভিন্ন জরিপের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে।

ইতোমধ্যে বেশকিছু আসনে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। প্রথমে ১৬০টি আসনে প্রার্থী চূড়ান্ত করব। এটি হবে দুই ধাপে। প্রথম ধাপে ১০০, পরবর্তী ধাপে ৬০ প্রার্থী। কিন্তু যে সব আসনে প্রথম ধাপে প্রার্থী নাম ঘোষণা হয়নি সেগুলোতে নতুন মুখ আসার সম্ভবনাই বেশি।”

বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বিস্ফোরক মামলায় কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু  আদালতে বিচারককে জুতা নিক্ষেপ করলেন নারী  ঋণ নিয়ে টমটম কিনছিলাম সেটিও নিলো চোরে  বাবুগঞ্জে আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিনে কোরআনখানি ও দোয়া-মোনাজাত  ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে লাগবে অনুমতি  বরিশাল মহানগর বিএনপির দায়িত্ব পেলেন জিয়া সিকদার  বরগুনায় বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে কলেজছাত্রী  বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি: ১১ ব্যবসায়ীকে জরিমানা  পিরোজপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার  পিরোজপুরের হাজারো সুবিধাবঞ্চিত শিশু-কিশোরসহ মানুষদের নিয়ে সাংস্কৃতি প্রতিযোগিতা