পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে যুবলীগ কর্মীকে ইব্রাহীম হাওলাদারকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। সোমবার সকালে ইব্রাহীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত ইব্রাহীম আমড়াগাছিয়া ইউনিয়নের পশুরিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ও ওই ইউনিয়নের যুবলীগ কর্মী।
আহত ইব্রাহীম জানান, রোববার বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের জন সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে মাঝের রাস্তা নামক জায়গায় পৌঁছা মাত্র ৭ থেকে ৮ ব্যক্তি পথরোধ করেন। এসময় আমাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে পার্শবর্তী কৃষি জমিতে ফেলে যায়।
সোমবার সকালে গ্রামবাসী তাকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে সোমবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবচিম) হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।’’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
শিরোনামপিরোজপুর