নিজস্ব বার্তা পরিবেশক:: মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে বরিশালে এসে পৌছেছেন কেন্দ্রীয় নেতা দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। রোববার বেলা ১০টার দিকে বিমানযোগে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর এয়ারপোর্টে আসেন।
বেলা ১১টার পরে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বরিশাল মহানগর আয়োজিত শহরের বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এবং বিকেলেই তিনি বিমানযোগে ফের রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল মহানগর আওয়ামী লীগ সূত্র জানায়- ওবায়দুল কাদের বরিশাল বিমানবন্দরে পৌঁছানোর পরে তিনি সেখান থেকে গাড়িযোগে সার্কিট হাউজে অবস্থান নেন। এই নেতার সাথে সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাছিমসহ অন্তত হাফ ডর্জন কেন্দ্রীয় নেতাও রয়েছে।
বেলা ১১টার পরে ওবায়দুল কাদের সম্মেলনে অংশ নেবন এবং প্রধান অতিথির বক্তব্যও রাখবেন।
শিরোনামবরিশালের খবর