৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

আ’লীগের সম্মেলন সফল করতে বরিশাল সদর যুবলীগের প্রস্তুতি সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৫ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০১৯

নিজস্ব বার্তা পরিবেশক:: কেন্দ্রীয় আওয়ামী লীগের আসন্ন সম্মেলন সফল করার লক্ষে নগরীতে প্রস্তুতি সভা করেছে বরিশাল সদর উপজেলা যুবলীগ। রোববার দুপুরে আ’লীগের পার্টি অফিসে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন- উপজেলা যুবলীগের আহবায়ক শাহ নেওয়াজ শাহীন।

এসময় উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম শাহিন, রায়াপাশা-কড়াপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার বাবু, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন, যুবলীগ নেতা শাহিনুল ইসলাম শাহিন, রাহাত তালুকদার, আক্কাস হোসেন, অনুপ বসু এবং সঞ্জিব সিংহ প্রমুখ।

সম্মেলনকে কেন্দ্র করে বরিশাল মহানগর আ’লীগ নেতৃবৃন্দ পরবর্তীতে যে নির্দেশনা দেবেন সেই অনুসারে সদর উপজেলা যুবলীগ পরিচালিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন