বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন। দৃঢ়তার সাথে বললেন তিনি কোন চাঁদাবাজি বা কোন দপ্তরে প্রভাব খাটিয়ে সুবিধা নেননি। বরং তার নাম ব্যবহার করে একটি মহল সাম্প্রতিক এই ধরণের কর্মকান্ড শুরু করেছে। মূলত তাকে ব¬্যাকমেইল করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি সকলকে সকর্ত থাকার আহবান জানিয়েছেন।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তার এই অবস্থান ব্যাখ্যা করেন এবং থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন বলে মিডিয়াকর্মীদের অবহিত করেন।
উল্লেখ্য- বেশ কিছুদিন মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর নাম ব্যবহার করে ব্যক্তি বিশেষের কাছে চাঁদা দাবি ও বিভিন্ন সরকারী বেসরকারি দপ্তর থেকে সুবিধা নেওয়ার কথা ওঠে।
এনিয়ে এক ধরণের বিতর্কের মুখে বিব্রতকর অবস্থায় পড়েন সাদিক আব্দুল্লাহ। কোথায় কখন কে বা কারা এধরনের কর্মকান্ডের সাথে লিপ্ত তা তিনি চিহ্নিত করে বলতে পারেননি। তবে তিনি শুনেছেন দাবি করেন। এই প্রেক্ষাপটে তার ইমেজ ক্ষুন্ন হচ্ছে উল্টো অভিযোগ তুলেছেন।
তার কথার সারসংক্ষেপ হলো পিতা কেন্দ্রীয় নেতা আব্দুল হাসানাত আব্দুল্লাহর পদঙ্ক অনুসরণ করে তিনি বরিশাল আ’লীগের কাঠামো সুদৃঢ় করতে প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা ঈর্ষার কারণ হয়ে দাড়িয়ে কোন একটি মহলের কাছে। তারাই সাদিকের নাম ভাঙিয়ে একদিকে বিতর্ক অন্যদিকে সুবিধা লুটে নিচ্ছে।
এর তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহবান রাখেন। একই সাথে দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক থাকার নির্দেশনা দেন। গতকাল সাদিকের এই প্রেস বিজ্ঞপ্তি প্রেরণের মিডিয়া অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পক্ষে বিপক্ষেও নানা মন্তব্য শোনা যায়। আবার প্রেস বিজ্ঞপ্তির ভেতরে কোন কিছু পরিস্কার করে না বলায় সৃষ্টি হয় ধোঁয়াশা।’
শিরোনামবরিশালের খবর