শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশ স্বাধীনের আগে অনেকবার হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ঠিক তেমনি তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকেও হত্যাচেষ্টা হয়েছে। সেটিও ব্যর্থ হয়েছে। কাজেই আওয়ামী লীগ বিরোধী কোনো ষড়যন্ত্র সফল হবে না।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি সদর উপজেলা মেম্বার’স ফোরাম আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। তাকে বিভিন্নভাবে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এদেশের মানুষের ভাগ্যোন্নয়ন না হওয়া পর্যন্ত কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
পায়রা বন্দর ও পদ্মা সেতুর কাজ সমাপ্ত হলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাবে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। আগে কোনো মন্ত্রী বিদেশে গেলে তারা মনে করতো সাহায্যের জন্য এসেছে। এখন বিদেশে আমরা মডেল দেশ হিসেবে মর্যাদা পাই। আগামী ৩ মাসের মধ্যে ঝালকাঠিতে উন্নয়ন কাজের বন্যা শুরু হবে।
ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এবং বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক প্রমুখ।
শিরোনামঝালকাঠির খবর