বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন- স্বাধীনতার রক্ষাকবচ হলো গণতন্ত্র। কিন্তু আজ দেশে গণতন্ত্র ভুলুণ্ঠিত হতে বসেছে। জনগণ আওয়ামী লীগ সরকারের ওপর থেকে আস্থা হারিয়েছে।
তারপরেও জোর করে ক্ষমতায় থাকতে চাইছে এই আ’লীগ সরকার। কিন্তু এটা দেশের মানুষ কোন দিনও হতে দেবে না। যে কাণে গণতন্ত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিত বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার আরও বলেন- দল মনোনয়ন দিলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছে তার নেই। তবে দলের প্রয়োজনে বিএনপি চেয়ারপার্সনের যে কোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল আলম ফরিদ এবং মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার প্রমুখ।’
শিরোনামবরিশালের খবর