পিরোজপুরে আল আরাফা এজেন্ট ব্যাংকিং শাখার কথিত ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমকে প্রতারনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে যশোরের রূপদিয়াবাজার সংলগ্ন তার বাড়ি থেকে এ প্রতারককে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, গত তিন মাস পুর্বে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার পাড়েরহাট সড়কে একটি বাড়ির তৃতীয় তলা ভাড়া নেন মো. জাহাঙ্গীর আলম নামের ওই ব্যক্তি। তারসাথে আরও কয়েকজন জড়িত ছিলেন যারা সবাই আল আরাফা এজেন্ট ব্যাংকিং শাখারকর্মকর্তা ও কর্মচারি। বাড়ির মালিকের নিকট একই পরিচয় দিয়ে অফিস করার নামেবাড়ির তৃতীয় তলা ভাড়া নেন প্রতারক চক্রটি। গত তিন মাসে তারা শহরের রড-সিমেন্টব্যবসায়ী মেসার্স মাসুদ ট্রেডার্সসহ বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বড় অংকের লোন দেয়ার নামে জামানত হিসাবে জমাকৃত প্রায় অর্ধ কোটিটাকা হাতিয়ে নিয়ে পিরোজপুর থেকে পালিয়ে য়ায।
বিষয়টি ভুক্তভোগিরা থানাপুলিশকে অবহিত করলে মোবাইল ট্রাংকিংয়ের মাধ্যমে প্রতারক চক্রের মূল হোতা কথিতম্যানেজার মো. জাহাঙ্গীর আলমকে যশোরের রূপদিয়া বাজার সংলগ্ন তার বাড়ি থেকেমঙ্গলবার রাতে গ্রেফতার করে ।পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ মাসুমুর রহমান বিশ্বাস জানান,ভুক্তভোগি গ্রাহকদের সূনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমেকথিত ব্যাংক ম্যানেজার জাহাঙ্গির আলমকে তার নিজ বাড়ী যশোরের রুপদিয়াগ্রেফতার করে পিরোজপুর নিয়ে আসা হয়েছে। যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়াহবে।