কলাপাড়া: কলাপাড়ায় ভুয়া পুলিশ পরিচয় দেয়া রুবিনা বেগমকে গ্রেফতার করেছে আসল পুলিশ। বৃহস্পতিবার রাতে রুবিনাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। পৌরশহরের এতিমখানা মহল্লার রফিকুল ইসলাম মিয়ার বাড়ি থেকে রুবিনাকে পুলিশ গ্রেফতার করে। রফিকুল ইসলাম জানান, রুবিনা ৩০ সেপ্টেম্বর তার ঘরটি ভাড়া নেয়।
তখন সে পুলিশে চাকরি করেন বলে পরিচয় দেয়। তার চলন-বলনে সন্দেহ হয় বাড়ির মালিকের। তিনি থানায় অভিযোগ দিলে বিষয়টি বেরিয়ে আসে।
কলাপাড়া থানা ওসি জি.এম শাহ নেওয়াজ জানান, ওই নারী ভুয়া পুলিশ পরিচয় দিয়ে রফিকুল ইসলাম মিয়ার বাসা ভাড়া নেয়। এর পর সে বাসা থেকে বিকালে চলে যায়, আর আসে পরদিন সকালে।
অসামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে। রুবিনা বেগমের বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে। তার স্বামীর নাম মামুন (সিহাব) এবং পিতা মৃতু মকবুল মৃধা।