ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন উদ্ধারকর্মীরা। কিন্তু এর মধ্যে এক সেলফি শিকারী তরুণের কর্মকাণ্ড ইতালি জুড়ে ব্যাপক ক্রোধের সঞ্চার করেছে।
উত্তর ইতালির পিয়েচেনজা রেলস্টেশনে এ ঘটনায় দেখা গেছে উদ্ধারকারীরা যখন আহত নারীকে রেললাইন থেকে সরিয়ে এনে পাশেই শুইয়ে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন, ওই তরুণ প্ল্যাটফর্মে দাঁড়িয়েই এ ঘটনার সেলফি তুলছিলেন।
তাকে সহ পুরো এ দৃশ্য এক একজন ফটোসাংবাদিকের ক্যামেরায় ওঠে আসে। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, আমরা সম্পূর্ণভাবে আমাদের নীতি নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছি।
ফটোসাংবাদিকের অভিযোগ পেয়ে পুলিশ ওই সেলফি শিকারী তরুণকে আটক করে এবং ওই সেলফি মুছে ফেলতে বাধ্য করে। সেইসাথে এ ধরণের কর্মকাণ্ড আর করবে না বলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়।
তবে সেলফি শিকারীর এ দৃশ্য ইতালির বেশ কয়েকটি পত্রিকার প্রথম পাতায় প্রকাশ করে, সেইসাথে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার ঝড় ওঠে।
Other