আগ্নেয়গিরির ছাইয়ের কারণে ইন্দোনেশিয়ার পর্যটনের জন্য বিখ্যাত দ্বীপ বালির আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই প্রায় আড়াই কিলোমিটার উঁচুতে পৌঁছায়। ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় এ আগ্নেয়গিরি এটি।
বৃহস্পতিবার আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হলে আগুং ও এর আশপাশের এলাকা ধোঁয়া ও ছাইয়ের মেঘে ঢেকে যায়। এ অবস্থায় বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বালি বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
গত বছরের ডিসেম্বরেও আগ্নেয়গিরিটি ফুঁসে ওঠে। সে সময় আশপাশে থাকা হাজার হাজার অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছিল।
Other