আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে এবং নবগঠিত কমিটির গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে এ প্রত্যাশা আমার।
তিনি আশা করেন- নবগঠিত এ কমিটির নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে অচিরেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
উপাচার্য আরো বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব যেভাবে বিশ্বব্যাপী প্রসংশিত হচ্ছে তাতে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি অত্যন্ত গর্বিত। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
সোমবার দুপুরে গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন তিনি।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর