৫১ মিনিট আগের আপডেট সন্ধ্যা ৭:৫২ ; বুধবার ; মার্চ ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ইউনিফর্ম পরে আপত্তিকর টিকটক: ফেঁসে যাচ্ছেন ১৩ কনস্টেবল

বরিশালটাইমস, ডেস্ক
১২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

ইউনিফর্ম পরে আপত্তিকর টিকটক: ফেঁসে যাচ্ছেন ১৩ কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পুলিশের পোশাক পরে আপত্তিকর টিকটক করার অভিযোগে পুলিশের আট নারী ও পাঁচ পুরুষ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অভিযুক্তরা ডিএমপিতে থাকলেও তারা বর্তমানে বিভিন্ন জেলায় কর্মরত। গত ৬ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আবদুল মোমেনের স্বাক্ষরিত এক আদেশে ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়-আপত্তিকর টিকটক করার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে তা টিকটক হিসেবে আপলোড করা হয়। এই আদেশের অনুলিপি কমান্ড্যান্ট, পুলিশ ট্রেনিং সেন্টার, মহেরা, টাঙ্গাইল/পুলিশ ট্রেনিং সেন্টার ও রংপুরে পাঠানো হয়েছে।

কমান্ড্যান্ট আরআরএফ, চট্টগ্রাম, পিরোজপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, নোয়াখালী, মাগুরা ও ঝালকাঠি পুলিশ সুপারদের কাছে ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। অভিযুক্ত কনস্টেবলরা হলেন-আইরিন আক্তার (পিরোজপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল), সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), আবু হানিফা নিপু (হবিগঞ্জ), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), সাকিরা আক্তার (হবিগঞ্জ), শাহানা পারভীন শম্পা (মাগুরা), মোছা. রশনি ইয়ারা (পিটিসি, টাঙ্গাইল), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম) ও মো. আশিকুল হক (ঝালকাঠি)। আদেশের সূত্রে উল্লেখ করা হয়, স্মারক নম্বর অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি)/৫৪৮, ২১ সেপ্টেম্বর ২০২২, উপকমিশনার (পিএসআই অ্যান্ড আইআই) ডিএমপি, স্মারক নম্বর নথি/৮-২০২২/ আরও প্রশাসন (পিএসআই অ্যান্ড আইআই)/৭৩২৫ তারিখ ২৮-০৯-২০২২। আদেশে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন জেলায় ইউনিটে কর্মরত নিম্নলিখিত পুলিশ সদস্যগণ পুলিশের ইউনিফর্ম ব্যবহার করে আপত্তিকর দৃষ্টিকটু বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে তা টিকটকে আপলোড করেন। উক্ত ভিডিও কন্টেন্টগুলোতে অনেক নেতিবাচক মন্তব্য রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার মঙ্গলবার  বরিশালটাইমসকে বলেন, ‘অভিযুক্ত পুলিশ সদস্যরা আপত্তিকর ভিডিও কন্টেন্ট তৈরি করে তা টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২১ সালে পুলিশের পোশাক ব্যবহার করে টিকটক ও লাইকির মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি কড়া নির্দেশনাও দিয়েছে পুলিশ সদর দফতর।

ওই নিষেধাজ্ঞা অমান্য করে তৎকালীন ডিএমপিতে বিভিন্ন ইউনিটে কর্মরত ১৩ জন কনস্টেবল বিভিন্ন আপত্তিকর ভিডিও টিকটক বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়-যা পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

 

জাতীয় খবর

আপনার মমত লিখুন :

 

ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ‘আপা’ বলতেই ক্ষেপে গেলেন চিকিৎসক!  ব্রয়লার ২২০ টাকা: বেড়েছে সোনালি-লেয়ার মুরগির দাম  সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান  প্রথম আলোর সেই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা  সুরা ইখলাস অর্থসহ উচ্চারণ এবং বিশেষ মর্যাদা ও ফজিলত  বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বসতঘর ভাঙচুর  সংশোধন হচ্ছে আইন: মোটরসাইকেলসহ সব গাড়ির বীমা লাগবে  ইসলাম ধর্মগ্রহণ করলেন জনপ্রিয় অভিনেতা ডিসেনা  এক ইলিশের দাম ৬ হাজার টাকা