২৪ seconds আগের আপডেট বিকাল ৩:৪৪ ; সোমবার ; মার্চ ২০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ইউপি চেয়ারম্যানের দোকান থেকে চোরাই সিমেন্ট উদ্ধার

Mahadi Hasan
১১:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২

ইউপি চেয়ারম্যানের দোকান থেকে চোরাই সিমেন্ট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দোকান থেকে চোরাই সিমেন্ট উদ্ধার হয়েছে। এঘটনায় নিন্দার ঝড় বইছে এলাকাজুড়ে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার তালুকদার হাট বাজেরের মুন ট্রেডার্স থেকে ৪শ বস্তা চোরাই সিমেন্ট উদ্ধার করা হয়েছে। এঘটনায় পুলিশের সহয়তা পেয়ে ধন্যবাদ জানান তাদের।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে মাদারিপুর জেলার ফয়সাল ট্রেডার্সের ৪শ বস্তা সিমেন্ট ড্রাইভার হারুন চোরাই ভাবে বিক্রি করে বরিশাল তালুকদার হাটের মুন ট্রেডার্সে।

সেই থেকে ড্রাইভার হারুনের মোবাইল ফোন বন্ধ পেয়ে থানা পুলিশের দারস্থ হন ফয়সাল ট্রেডার্সের মালিকগণ। তারই সূত্র ধরে (৫ সেপ্টেম্বর) সোমবার বিকেলবেলা তালুকদার হাটের মুন ট্রেডার্সে হাজির হন ভুক্তভোগী ও বরিশাল বন্দর থানা পুলিশ।

অবস্থার বেগতিক দেখে মুন ট্রেডার্সের মালিক চরামদ্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকন ও তার মেয়ে জামাই রিজন তাদের কাছে মাফ চেয়ে চোরাই সিমেন্টের জরিমানা বাবদ কিছু টাকা দেয় মাদারিপুরের ফয়সাল ট্রেডার্সের মালিকদের।

সিমেন্টের বাকি টাকা আগামি মাসে দিবে এই মর্মে লিখিত দেয় তাদের। ভুক্তভোগী ফয়সাল ট্রেডার্সের মালিক শাহেদ বলেন, কয়েকদিন পুর্বে আমাদের ড্রাইভার হারুন ৪শ বস্তা সিমেন্ট নিয়ে যেখানে পৌঁছে দেয়ার কথা সেখানে না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখে।

এঘটনায় পুলিশের দারস্থ হলে জানতে পারি বরিশাল সদর উপজেলার তালুকদার হাট মুন ট্রেডার্সে ড্রাইভার হারুন সিমেন্ট গুলো বিক্রি করে গেছেন।

এবিষয় বরিশাল বন্দর থানার এএসআই সাখায়েত বলেন, আমি ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল গিয়েছি। সেখানে গিয়ে দেখি উভয়ে মিলমিশ হয়ে গেছে। তারপরও ভুক্তভোগী যদি আমাদের থানায় লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা আইনআনুগ ব্যবস্থা নেব।

বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকনের দোকান মুন ট্রেডার্স থেকে চোরাই সিমেন্ট উদ্ধারের ঘটনায় সমালোচনার ঝড় বইছে এলাকাজুড়ে।

এবিষয় অভিযুক্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকন বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো তা মিলমিশ হয়ে গেছে। চোরাই সিমেন্ট কিনেছেন এবং এঘটনায় পুলিশ গিয়ে কিভাবে মিলমিশ হলেন এমন প্রশ্ন করলে তার কোনো সদউত্তর দিতে পারেননি চেয়ারম্যান খোকন।

বরিশালের খবর, বিভাগের খবর

আপনার মতামত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু  ধর্ষণকারী হিসেবে অস্ট্রেলিয়া পুলিশের নথিতে শাকিব খানের নাম  বরিশালে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন  বজ্রপাতে ৫ গরুর মৃত্যু  নিরাপত্তার অভাবে বরগুনায় কমেছে পর্যটক, বাড়ছে অপরাধ  বরগুনায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ৩ শতাধিক স্কুল  র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে কুকুর  ক্লাবে বিএনপির গোপন বৈঠক, ডিবি হেফাজতে ৫৪ নেতাকর্মী  বিয়ের নামে ছাত্রীদের সঙ্গে প্রতারণা স্কুল শিক্ষকের  ভয়ঙ্কর সড়ক, একদিনে ৩০ জনের মৃত্যু