দৈনিক ইত্তেফাক পত্রিকার মালিক এবং বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে সাংবাদিক কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে তাৎক্ষণিক ভাবে আনোয়ার হোসেনের কাছ থেকে এ প্রতিশ্রুতি আদায় করেন তিনি।
বৈঠক শেষে বেরিয়ে একজন প্রতিমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৈঠকে তিনজন সাংবাদিককে সর্বোচ্চ করদাতা হিসেবে ট্যাক্স কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ আলোচনার সময় প্রধানমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে উদ্দেশ করে বলেন, ‘আপনার অনেক টাকা। সাংবাদিকদের যেহেতু ট্যাক্স কার্ড দেওয়া হবে তাই আপনি সাংবাদিক কল্যাণ তহবিলে টাকা দেবেন।’
তখন আনোয়ার হোসেন মঞ্জু টাকা না দিতে নানা ধরনের ফন্দি ফিকির বা গড়িমসি করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কোনও কথা শুনবো না।’
প্রধানমন্ত্রী তখন ডান হাতের পাঁচ আঙুল দেখি বলেন, এটা আপনাকে দিতেই হবে। ওই প্রতিমন্ত্রী বলেন, ‘হাতের পাঁচ আঙুল দেখানোর অর্থ তাকে সাংবাদিক কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা দিতে হবে।’
পরে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘ঠিক আছে আমি দেব। আমি দ্রুত সাংবাদিক কল্যাণ তহবিলে এ টাকা জমা দেব।’ এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা শিল্পপতি মানুষ, আপনারা টাকা না দিলে এই তহবিল বাড়বে কিভাবে।?
এ সময় প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত সবার দিকে তাকিয়ে বেশি টাকার মালিক আর কোনও সংবাদপত্রের মালিক আছেন কিনা তা দেখছিলেন। পরে প্রধানমন্ত্রী বলেন, ‘না, এখানে আর কেউ নেই।’
খবর বিজ্ঞপ্তি, জাতীয় খবর