ইন্দুরকানীতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানীতে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগে স্কুলছাত্রের নামে মামলা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী বোবা বাদী হয়ে মামলা করেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী ৪ বছরের শিশুকে আখ খাওয়ানো কথা বলে ঘরে ডেকে নেয় অভিযুক্ত স্কুলছাত্র। পরে ধর্ষণের চেষ্টা করা হয়।
এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে স্কুলছাত্র পালিয়ে যায়। ভুক্তভোগী শিশুর বাবা জানান, এ ঘটনায় অভিযুক্ত শিশুর বাবার কাছে অভিযোগ দিলে তারা এ বিষয় আমলে নেননি। তাই বাধ্য হয়ে মামলা করা হয়েছে। ইন্দুরকানী থানার ওসি আল মামুন জানান, শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পিরোজপুর, বিভাগের খবর