প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে শ্লোগান দেয়ার অভিযোগের মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম-২ এর বিচারক শেখ ছামিদুল ইসলাম এই আদেশ দেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করে শ্লোগান দেয়ার মামলায় জামিনের শর্ত ভঙ্গ করে আদালতে উপস্থিত না হওয়ায় আসামি ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে এদিন মামলায় আরেক আসামি সনাতন উল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ইমরান ও তার তার সহযোগী সনাতন উল্লাহর বিরুদ্ধে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
তবে পরদিন ২১ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ২৬ অক্টোবর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করে এ তারিখ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী গত ৩১ মে ঢাকার সিএমএম আদালতে ওই মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, সুপ্রিমকোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে স্ট্যটাস দেন ইমরান এইচ সরকার। এরপর গণজাগরণ মঞ্চের মশাল মিছিলে প্রধামন্ত্রীকে নিয়ে মানহানিকর স্লোগান দেয়া হয়।
জাতীয় খবর