৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

ইলিশ শিকারের অপেক্ষায় প্রহর গুণছেন ২০ সহাস্রাধিক জেলে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩০ অপরাহ্ণ, ৩০ এপ্রিল ২০১৭

ভোলার মনপুরা উপজেলার ২০ হাজারের অধিক জেলে মেঘনায় ইলিশ ধরার অপেক্ষায় প্রহর গুণছে। দীর্ঘ কয়েক মাস পর আবারও পুরোদমে ইলিশ মাছ ধরবেন এমন আশাই জেলেদের মাঝে ভিন্ন একটা আমেজ বিরাজ করছে। বর্তমানে তারা জাল বুনে, নৌকা বা ট্রলার মেরামত কাজে সময় পার করছেন।

আগামী ১লা মে মৌসুমের শুরু থেকে মেঘনায় ইলিশ মাছ ধরবেন সেই প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। আড়তদার, ব্যাপারী সবাই গধি ঘর (ব্যাবসা প্রতিষ্ঠান) পরিস্কার পরিছন্ন করছেন।

মৌসুমের শুরুতে আড়তে ইলিশ মাছ আসবে সেই দিনের অপেক্ষা করছেন জেলে, ব্যাবসায়ী ও আড়তদার।

মা ইলিশ রক্ষায় সরকার ইলিশের প্রজনন মৌসুম শুরুর পূর্ব থেকে ইলিশের অভয়াশ্রমগুলোতে মাছ শিকার, মাছ আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে। জেলেদের একমাত্র পেশা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা।

জেলে পরিবারের সদস্যরা তাকিয়ে আছেন কখন মেঘনায় ইলিশ মাছ ধরতে যাবে জেলেরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, জেলেরা মেঘনায় ইলিশ মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছেন। অনেক জেলেকে নৌকা বা ট্রলার মেরামত দেখা গেছে। আবার অনেক জেলে ট্রলারে (নৌকা) জাল উঠাচ্ছেন। আবার অনেক জেলেকে দেখা গেছে নৌকা বা ট্রলারে জাল ভর্তি করে মেঘনায় মাছ ধরার জন্য অপেক্ষা করছেন।

আড়তদারেরাও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিকঠাক করছেন। নতুন উদ্যোমে তারা ব্যবসা চালু করতে যাচ্ছেন।

মনপুরা হাজির হাট ইউনিয়নের সোনার চর গ্রামের মাঈনুউদ্দিন মাঝি, জসিম মাঝি, নেজু মাঝি বরিশালটাইমসকে জানান, আমরা মেঘনায় ইলিশ মাছ ধরার জন্য সকল প্রস্তুতি নিয়েছি। নৌকা বা ট্রলারে জাল ভর্তি করে অপেক্ষা করছি।

অবরোধ শেষ হলেই মেঘনায় মাছ ধরার জন্য জাল ফেলব। ইলিশ মাছ ধরার জন্য জেলেদের (মাঝিদের) দাদন দিয়েছি। যাতে জেলেরা দ্রুত মৌসুমের শুরুতে ইলিশ মাছ ধরতে পারে।’

অবরোধ শেষ হলেই জেলেরা মেঘনায় ইলিশ মাছ ধরতে নামবে। নদীতে গিয়ে মাছ ধরে উপার্জনের চাকা সচল করবে সে প্রতীক্ষায় প্রহর গুণছেন উপজেলার ২০ সহস্রাধিক জেলেরা।”

57 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন