রাজধানীর চকবাজারের ইসলামবাগে একটি ভবনে আগুনের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের একজন পুরুষ ও দু’জন নারী।
হাজারীবাগ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদউজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, ভবনের সিঁড়ি থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি থাকায় ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য।
নিহতদের নাম শামীম (৩৫), সীমা (২৭) ও সালেহা (৩৮)। ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, ‘শামীম ও সীমা ছিলেন স্বামী-স্ত্রী। আর সালেহা হলেন সীমার চাচাত বোন।’
শনিবার রাতে নিহতদের লাশ উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য নেওয়া হয় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ইসলামবাগের ওই ভবনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বিকাল ৫টা ৪০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় হযরত আলী (৪০) নামেও একজন দগ্ধ হয়েছেন। তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তিনি ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে রেশমা (২৫) নামে এক নারী আহত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইসলামবাগের বেড়িবাঁধ সংলগ্ন দারিদ্র এলাকায় কয়েকটি টংদোকান ও প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। লাশগুলো উদ্ধার করে মিটফোর্ডে পাঠানো হয়েছে।’
কলাম