ইসলামিক গান নিয়ে আসছেন মিশা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। সিনেমার পাশাপাশি কাজ করেছেন বহু বিজ্ঞাপন ও টেলিছবিতে। তবে এবার একেবারে ভিন্ন একটি কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন এই অভিনেতা।
‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামে একটি ইসলামিক গানের মডেল হয়েছেন তিনি। রফিকুল ইসলাম তাওহিদের কথায় এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন শিল্পী নিজেই। ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা ইয়ামিন এলান। আর আজ বৃহস্পতিবার গানটি প্রকাশ হচ্ছে।
বিনোদনের খবর