১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ইসলামি আন্দোলনে যোগ দিলেন ৮ সনাতন ধর্মাবলম্বী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০২৪

কুয়াকাটা প্রতিনিধি:: ইসলামি আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৮জন সনাতনী ধর্মের লোক ইসলামি আন্দোলন বাংলাদেশের সমর্থক ফরম পূরণ করেছেন। তারা হলেন অপূর্ব শীল,তন্বয় শীল,অভিনয় শীল,বাবুল শীল,তরুন শীল,বরুন শীল, তপন ভক্ত ও দ্বীপক ভক্ত।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ৯ দফা দাবিতে কলাপাড়া শিশুপার্কে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি
ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান তাদের নাম ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলার সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার, ইসলামি আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জোবায়ের হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাডঃ জেড এম কাওসার,ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাও. সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাঃ রফিকুল ইসলাম রশিদী প্রমূখ।

এ বিষয়ে অপূর্ব শীল বলেন, আমার এ দলের কার্যক্রম ভালো লাগে। তারা ভালো কাজ করে। ভাগবানকে পাওয়ার জন্যই তার আন্দোলন করে। তারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজ কর্ম করে না। তাই সমর্থক হলাম।

ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র, মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সারাদেশে আমাদের ভালো কাজে অনুপ্রাণিত হয়ে ১হাজারের মত বিধর্মী সমর্থক আছে। তারা আমাদের কাছে নিরাপদ আছে এবং থাকবে।

96 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন