বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৮:০৬ অপরাহ্ণ, ১৮ আগস্ট ২০২৪
স্টাফ রিপোর্টার:: বরিশাল ইসলামি ব্যাংক নার্সিং কলেজে বিভিন্ন অপকর্মের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আটকে রাখে দুবৃত্তরা। আজ রবিবার সকালে নগরের চাঁদমারি এলাকায় এ ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মঈন বলেন, ইসলামি ব্যাংক নার্সিং কলেজে সহস্রাধিক শিক্ষার্থী পড়াশোনা করে।
এখানকার প্রশাসনিক বিভিন্ন রকম অপকর্ম নিয়ে আমাদের কাছে শতাধিক শিক্ষার্থী অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আমরা ওই কলেজে গেলে প্রশাসনিক বিভিন্ন রকম অপকর্মের প্রমাণ পাওয়া যায়। এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এখানকার প্রশাসনিক কর্মকর্তারা।
মঈন আরও বলেন,এখানকার প্রশাসনিক কর্মকর্তারা পালিয়ে গেলেও তাদের অনুগত দুর্বৃত্তরা আমাদেরকে কলেজের একটি কক্ষে আটকে রাখে। আমরা বিষয়টি মুঠোফোনে সেনাবাহিনীকে জানালে তারা আমাদেরকে উদ্ধার করে।
এদিকে ইসলামি ব্যাংক নার্সিং কলেজের প্রিন্সিপাল আকলিমা বেগম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে কেউ আটকে রাখেনি। শিক্ষার্থীদের আমি আমার কক্ষে তাদেরকে নিরাপদে রেখেছিলাম, যাতে করে কোনরকম ঝামেলা না হয়। তাছাড়া সেনাবাহিনী আমাকে ডেকে নিয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছে। এখন ভুল সংশোধন করে আমরা সেই মোতাবেক কাজ করছি।