রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জানিয়েছেন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও তাদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
উর্লেখ্য, আজ রবিবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে প্রায় এক ঘণ্টার এই আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের সামনে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় তিনি বলেন, আমন্ত্রণে সাড়া দিয়ে বিএনপির প্রতিনিধি দল আলোচনায় অংশ নিতে আসায় রাষ্ট্রপতি শুরুতেই তাদের ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আরও জানিয়েছেন, এসময় রাষ্ট্রপতি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আর নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের ভূমিকাই মুখ্য। একটি শক্তিশালী নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠনের ব্যাপারে বিএনপি যেসসব প্রস্তাব পেশ করেছে সেগুলো সহায়ক হবে।’
জয়নাল আবেদীন বলেন, “রাষ্ট্রপতি আলোচনায় বলেন, ‘আপনাদের মতামত পরবর্তী নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। যে কোন বিষয়ে আলোচনা ও মতবিনিময় সমাধানের বহুমুখী পথের সন্ধান দেয়’।”
এর আগে, আজ বিকাল সাড়ে ৪টার দিকে দলের নেতাদের নিয়ে বঙ্গভবনে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বঙ্গভবনে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদুল ইসলাম খান।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠনে আলোচনার জন্য বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। আমন্ত্রণ পাওয়া অন্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে আসছে ২০ ডিসেম্বর, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) সঙ্গে রাষ্ট্রপতি আলোচনায় বসবেন ২২ ডিসেম্বর।
খবর বিজ্ঞপ্তি, জাতীয় খবর, রাজনীতির খবর