৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

ইয়াবাসহ বিক্রেতা আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৪ অপরাহ্ণ, ১৯ অক্টোবর ২০১৬

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় ছয় পিস ইয়াবাসহ সনজয় কুমার মাঝি (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চরদুয়ানী ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। সনজয় উপজেলার কাঠালতলী ইউনিয়নের বকুলতলা গ্রামের সুধীর চন্দ্র মাঝির ছেলে।

 

পাথরঘাটা থানা উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে চনদুয়ানী ব্রিজের ওপর অভিযান চালানো হয়। এসময় ছয় পিস ইয়াবাসহ সনজয় কুমার মাঝিকে আটক করা হয়।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন