বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৩৯ অপরাহ্ণ, ২৪ জুলাই ২০১৬
ভোলায় ইউছুপ মোল্লা (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ইউছুপ একই উপজেলার তালুকদার হাট ৮ নম্বর ওয়ার্ডের দুলাল মোল্লার ছেলে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, সদর উপজেলার পাকার মাথা এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে এমন সংবাদ পেয়ে রাত ৯টায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবু সাইদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ইউছুপকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলা থানায় একটি মামালা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।