ইয়েমেনের তায়িজ প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, আজ শুক্রবার ভোরে ইয়েমেনের তায়িজ প্রদেশের আর-রাবিয়া এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে সৌদি আরব। এর ফলে সেখানকার ঘর-বাড়ী ও কারখানাসহ বিভিন্ন বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। এছাড়া সা’দা প্রদেশের রাযি শহরে গুচ্ছ বোমা ফেলেছে সৌদি বাহিনী। এর ফলে সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায়নি।
এর আগে গতকাল আল-হাদিদা প্রদেশের একটি বাড়িতে জঙ্গি বিমান হামলায় একই পরিবারের সাত জন নিহত হয়েছে। নিহতদের সবাই নারী ও শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গত বুধবার বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধে এক হাজার চারশ’ শিশু নিহত হওয়ার নিশ্চিত খবর তাদের কাছে রয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে সংস্থাটি জানিয়েছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। সৌদি হামলায় ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া শরণার্থীতে পরিণত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এর বাইরেও মৌলিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।
খবর বিজ্ঞপ্তি