৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস দুইদিন বন্ধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০১৬

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার এবং বুধবার (ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস) কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়, আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এ জন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন বলেও জানানো হয়।

26 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন