বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:১০ অপরাহ্ণ, ২৩ আগস্ট ২০১৭
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হচ্ছে ২৭ আগস্ট থেকে। এ ছুটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে প্রশাসনিক তথা অফিস কার্যক্রমের ছুটি ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
আগামী ৬ সেপ্টেম্বর বুধবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। আর একাডেমিক কার্যক্রম ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে ডেসপ্যাচ শাখা ও সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ খোলা থাকবে।