বরিশালের উজিরপুরে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী অপহরনের চার দিন পরে পুলিশ তাকে উদ্ধার ও ২ অপহরনকারীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে অপহরনকারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এরা হলো- উজিরপুর উপজেলার কালবিলা গ্রামের কৃষ্ণ দেউড়ীর পুত্র কেশব দেউড়ী (২৫) ও রঞ্চিত দেউড়ীর পুত্র সৌরভ দেউড়ী (২৪)।
পুলিশ জানিয়েছে, সোমবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইয়ার হোসেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় অভিযান চালিয়ে অপহৃতা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
এ সময় অপহরনকারী কেশব ও সৌরভকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই দুই অপহরনকারীকে আসামী করে অপহৃতা স্কুল ছাত্রীর বাবা নির্মল পাড় বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, অপহৃতা ওই স্কুল ছাত্রী গত ৪ নভেম্বর (শনিবার) সকাল ৭টার দিকে তার ফুফু বাড়ি কুড়লিয়া যাওয়ার পথে অপহরন হয়। সে উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের নির্মল পাড়ের মেয়ে।
বরিশালের খবর