৬ িনিট আগের আপডেট রাত ৯:৯ ; বৃহস্পতিবার ; জুন ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

উজিরপুরে আ’লীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ

বরিশালটাইমস রিপোর্ট
৭:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

বরিশালের উজিরপুরে দলিল লেখকের কাছে চাঁদা দাবি করায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রায় অর্ধশত দলিল লেখক ও তাদের সহকারীদের নিয়ে উজিরপুর মডেল থানায় উপস্থিত হয়ে দলিল লেখক সমিতির সভাপতি মো. জামাল হোসেন এ অভিযোগ দায়ের করেন।

এ সময় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: তৌহিদুজ্জামান অভিযোগটি গ্রহণ করে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিক্ষুব্ধ দলিল লেখকদের আশ্বস্ত করেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখক সমিতির সভাপতি মো: জামাল হোসেনের কার্যালয়ে গিয়ে তার লেখা একটি দলিলের ব্যাপারে মোটা অঙ্কের চাঁদা দাবি করে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ ও সেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীসহ তাদের কতিপয় লোকজন। একপর্যায়ে এ নিয়ে দলিল লেখক জামালের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে প্রায় শতাধিক দলিল লেখক ও তাদের সহযোগীরা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে সেখানে পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় দলিল লেখক সমিতির সভাপতি দলিল লেখক জামাল হোসেন বাদী হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা সহদেব দাস, সাবেক ভারপ্রাপ্ত ছাত্রলীগ সভাপতি আনিসুর রহমান নয়ন, বহিষ্কৃত উপজেলা শ্রমিকলীগ আহবায়ক কামরুল ফকির, সেচ্ছাসেবকলীগ নেতা সত্যরঞ্জন, আ’লীগ নেতা ইব্রাহিম খা, পরিতোষ শিল ও বিএনপি থেকে আ’লীগে সদ্য যোগদানকৃত ফিরোজ হাওলাদার, কামাল হোসেন, মনির বালী, বাবুল হওলাদারসহ ১০ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দলিল লেখক সভাপতি জামাল হোসেন অভিযোগ করে বরিশালটাইমসকে বলেন, থানায় যাদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে তারা প্রায়ই দলিল লেখকদের জিম্মি করে চাঁদা আদায় করে। মাঝে মধ্যে তাদের দাবি করা চাঁদা না দিতে পারলে দলিল লেখকদের মারধর করা হয়।

এ চাঁদাবাজ চক্রের হয়রানির শিকার হয়নি এমন কোন দলিল লেখক নেই।

সাধারন সম্পাদক লিয়াকত হোসেন অভিযোগ করে বরিশালটাইমসকে বলেন, উপজেলার সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল শিবপুর, রাজাপুর, সাতলা, হারতাসহ বিভিন্ন এলাকা থেকে সাব রেজিষ্ট্রি অফিসে জমির দলিল রেজিষ্ট্রি করতে আসা লোকজনকে প্রতিনিয়ত এ সকল চাঁদাবাজরা হয়রানি করে আসছে। এমনকি অনেক সময় প্রত্যন্ত বিলাঞ্চল থেকে সেবা নিতে আসা লোকজনকে আড়ালে ডেকে নিয়ে তাদের টাকা-পয়সা ছিনিয়ে নেয় ওই চাঁদাবাজ চক্রের সদস্যরা।

এ সকল স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বরিশালটাইমসকে জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে আমি শুনেছি ও লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

বরিশালের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ  ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে হবে খেলার মাঠ  বয়স্ক ভাতা বাড়ল ১০০, বিধবায় ৫০  ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমেছে  সুগন্ধা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুজনকে পাঁচ লাখ টাকা জরিমানা, তিনজনকে কারাদণ্ড  ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর  বরিশাল সিটি নির্বাচন: সাধারণ-সংরক্ষিত আসনে লড়বেন স্বামী-স্ত্রী  যৌতুক না পেয়ে সন্তান রেখে স্ত্রীকে তাড়িয়ে দেওয়া স্বামী কারাগারে  তরুণ-তরুণীদের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা  দাম বাড়বে সিগারেটের