বরিশালের উজিরপুর উপজেলার চথলবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পূনঃনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ জুন) বিকালে এর ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে পূনঃনির্মান কাজের উদ্বোধণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি।
এ সময় কেন্দ্রীয় আ’লীগ নেতা হাবিবুর রহমান, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আ’লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: একেএম সামসুদ্দিন, বরাকোঠা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা, বামরাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাওন বালীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশালের খবর