বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এ.বি. মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মো: মজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় সেচ্ছাসেবক ও যুব লীগের নেতাকর্মীরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান বামরাইল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন খলিফা ও যুবলীগের যুগ্ন আহব্বায়ক মো: সজীব শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম, যুবলীগ কর্মী আল-আমিন ফরাজী ও ছাত্রলীগ কর্মী জাহিদসহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গরা। ওই বিদ্যালয় পরিচালনা কমিটিতে টানা তৃতীয়বারের মতো মজিবুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়া দীর্ঘদিন ধরেই তিনি বামরাইল এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন।
বরিশালের খবর