১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

উজিরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫ অপরাহ্ণ, ২৭ মে ২০২৩

উজিরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  উজিরপুর বাড়ির পাশের বাগানের মধ্যে চালতা গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলান্ত অবস্থায় রাহাত (১৭) নামক এক কলেজছাত্র’র মরাদেহ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।

রাহাত ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামের সাইদুল মৃধার পুত্র ও হাবিবপুর সৈয়দ আজিজুল হক ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র।স্থানীয়রা জানিয়েছেন ২৬ মে শুক্রবার রাতে রাহাত মৃধা বাড়ী থেকে বের হলে আর ঘরে না ফিরলে সকালে বড়িড় পাশে বাগানের মধ্যে তার লাশ ঝুলতে দেখলে পুলিশে খবর দিলে উজিরপুর থানার পলিশ সকালে তার লাশটি উদ্ধার করেছে পুলিশের প্রাথমিক ধারনা কলেজ ছাত্র রাহাত গলায় ফাঁস দিয়ে অতœহত্যা করেছে।

উজিরপুর মডেল থানার ওসি ( তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন, তারা খবর পেয়ে লাশটি উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করেছেন তাদের ধারনা প্রেম সংক্রান্ত বিষয়ের কারনে রাত ৯ টার দিকে অভিমান করে রাহাত গলায় ফাঁস দিয়ে অতœহত্যা করেছে।এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন