১ ঘণ্টা আগের আপডেট সকাল ৭:৫১ ; শনিবার ; জুন ৩, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

উজিরপুরে চলছে অবৈধ মেলা: রাতে বসে মাদক ও জুয়ার আসর

বরিশালটাইমস রিপোর্ট
৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

সারা দেশের ন্যায় বরিশালের উজিরপুর উপজেলায়ও চলছে এসএসসি ও দাখিল পরীক্ষা। ঠিক সেই সময়ে উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর এলাকায় অবৈধভাবে মাসব্যাপী মেলার আয়োজন করেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অবৈধ এ মেলার কারণে ব্যাহত হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের লেখাপড়া। এ নিয়ে চিন্তিত রয়েছেন অভিভাবকরা। পাশাপাশি মেলায় রাতে জুয়ার আসর ও মাদক বিক্রির অভিযোগও পাওয়া গেছে।

তবে এলাকাবাসী অভিযোগ করেন, মেলায় রাতে বসে জুয়া ও মাদকের আসর। মেলাকে কেন্দ্র করে মাদকসেবী ও মাদক বিক্রেতারা এখানে সারারাত আড্ডা দেয়। তবে থানা পুলিশ মেলা বন্ধ না করে মেলার আয়োজকদের উৎসাহ দিচ্ছে। সূত্র মতে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী মোজাম্মেল হক ও হালিম হাওলাদার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কোন প্রকার অনুমতি ছাড়াই এ মেলার আয়োজন করেছেন।

খোদ ওই মেলা কমিটির সদস্য পাননু হাওলাদারও মেলার অনুমতি নেই বলে স্বীকার করে বরিশালটাইমসকে জানান, আমার বংশীয় চাচাতো ভাইয়েরা এ মেলার আয়োজন করেছে। তিনি আরও জানিয়েছেন, মেলার অনুমতি থেকে শুরু করে যাবতীয় সকল বিষয়াদি স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেব নিয়ন্ত্রণ করেন। তিনিই আমাদের এ মেলার অনুমতি দিয়েছেন।

তবে বিষয়টি অস্বীকার করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানিয়েছেন, তিনি ওই মেলার কোন প্রকার অনুমতি দেননি।

এলাকাবাসী অভিযোগ করে জানায়, গত ১৩দিন আগে থেকে উপজেলার ধামসর এলাকায় মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলার পার্শ্ববর্তী একটি বাগানে গভীর রাত অবদি চলে জুয়ার আসর। এমনকি সেখানে হাত বাড়ালেই পাওয়া যায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতাসহ বহিরাগতদের আনাগোনা বেড়েছে। সম্প্রতি এ মেলায় স্থানীয় কিশোরদের সাথে বহিরাগতদের একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিসংতার ঘটনা ঘটেছে। মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের মধ্যে অনাকাঙ্খিত ঘটনা ঘটারও বেশ আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এছাড়া মেলায় বিভিন্ন দোকানের প্রায় দেড় শতাধিক স্টল বসানো হয়েছে। ওইসব দোকান প্রতি গড়ে দৈনিক তিন থেকে চার শত টাকা করে চাঁদা তুলছে মেলা কমিটির অয়োজক স্থানীয় ওই সকল প্রভাবশালীরা।

মেলা কমিটির নামে দোকনীদের নিকট থেকে চাঁদা তোলার তালিকায় রয়েছেন মেলার আয়োজক স্থানীয় মোজাম্মেল হক, এনায়েত হাওলাদার, হালিম হাওলাদার, পান্নু হাওলাদার ও আলম হাওলাদারসহ একাধিক ব্যক্তি। মেলার অন্যতম আয়োজক মো. হালিম হাওলাদার জানিয়েছেন, মেলার অনুমতির জন্য আজ রোববার (৪ ফেব্রুয়ারি) আয়োজক কমিটির সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার বরিশাল প্রশাসনের উচ্চ মহলে দৌড়ঝাপ চালাচ্ছেন।

এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুমা আক্তার জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই এবং তিনি কোন অনুমতি দেয়নি।

মেলা আয়োজনের বিষয় জানা নেই দাবি করে জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) মো. আকরামুল হাসান বরিশালটাইমসকে বলেন, বিষয়টি সম্পর্কে জেলা পুলিশ মহোদয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত কয়েক বছর পূর্বে ওই মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিজান হওলাদার ওরফে মুরগী মিজান নামে এক যুবকের হাত-পা এর রগ কেটে দিয়েছিল তার প্রতিপক্ষরা।’

 

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে নৌকাপ্রার্থীর উঠান বৈঠকে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ-রক্তপাত  বদলে গেছে ৫ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা  বরিশাল সিটি নির্বাচন: ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা  পাথরঘাটায় ভাইয়ের বিরুদ্ধে ঘর ভাংচুরের অভিযোগ  জাবির বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আসিফ-দিলশাদ  বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত, আ.লীগ দেয় জনগণের টাকায়: আইনমন্ত্রী  বরগুনায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’  ‘প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কোনো কল্যাণ হবে না’  সবজির দাম সামান্য কমলেও মাছ-মাংসে উত্তাপ  বাজেটে কে খুশি হলো খুঁজেই পাচ্ছি না : ফাহমিদা খাতুন