জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
রোববার ( ৫ নভেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে উজিরপুর বিএনখান ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
পরে সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র উপজেলা যুবলীগের সভাপতি মো: গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: সরোয়ার হোসেন প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহব্বায়ক মো: শিপন মোল্লা, পৌর কাউন্সিলর মামুন তালুকদারসহ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স (সোহরাওয়ার্দী) ময়দানে এক জনসভার ডাক দেন। সেদিনের জনসমুদ্রে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।
মূলত বঙ্গবন্ধুর এ ভাষণই গত ৩০ অক্টোবর প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টার স্মারকে অন্তর্ভুক্তির ঘোষণা দেন।
বরিশালের খবর