বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:৩৪ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
বরিশালের উজিরপুরের বরাকোঠার ইটখোলা নামক স্থানে রাতের আধারে একটি সার্বজনীন দূর্গা মন্দিরের তালা ভেঙে দূর্গাসহ বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে অজ্ঞতরা। শুক্রবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
ওই মন্দিরের সেবাইত সরস্বতী রানী দাস জানান, শনিবার সকাল ৭টায় তিনি মন্দিরে গিয়ে দরজা খোলা ও সকল প্রতিমা ভাঙাচুরা দেখে ডাক চিৎকার দেয় এবং স্থানীয় হিন্দুধর্মালম্বীদের বিষয়টি অবগত করেন।
ওই মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি কর্মকার ও সম্পাদক গোপাল চন্দ্র দাস জানিয়েছেন, শুক্রবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে মন্দিরের দরজার তালা ভেঙে দূর্গাসহ বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানিয়েছেন, অতি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।