বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরায় ভ্যান চালকের স্ত্রী এক গৃহবধূকে (৩০) ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সে ওই এলাকার এক ভ্যান চালকের স্ত্রী ও তিন সন্তানের জননী। সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুড়া গ্রামের ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে একই বাড়ির মৃত সোবাহান সিকদারের পুত্র ধামুড়া ডিগ্রি কলেজের নৈশপ্রহরী মিজানুর রহমান (৪৫) বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর ঘরে কেউ না থাকার সুযোগে মিজান তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ওই গৃহবধূ বাধা দিয়ে ডাক-চিৎকার দিলে লম্পট মিজান তাকে ধারালো অস্ত্র (বটি) দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় মিজানুর রহমানকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন আহত গৃহবধূর মা মিনারা বেগম।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বরিশালটাইমসকে জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’’
শিরোনামবরিশালের খবর