বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে সুখরঞ্জন রায় (৬০) নামে এক মাছ শিকারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী গ্রামের মৃত হরবিন্দু রায়ের ছেলে।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সে সন্ধ্যা নদীতে নৌকায় ভেসে ভেসে বড়শি দিয়ে চিংড়ি মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যান। এ সময় নদীতে তার পাশে থাকা অন্যান্য মাছ শিকারীরা তাকে উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে খোঁজাখুঁজি করে।
প্রায় এক ঘন্টা পরে সন্ধ্যা ৭টার দিকে শিকারপুর শের-ই বাংলা ডিগ্রী কলেজ সংলগ্ন নদীর তীরে সুখরঞ্জনের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ তার লাশটি উদ্ধার করে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।”
শিরোনামবরিশালের খবর