পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারীদের (এফডব্লিউএ) শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ, চলমান নিয়োগবিধিসহ অন্যান্য চাকরিগত সমস্যা অতিদ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি বরিশালের উজিরপুর উপজেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে একই দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা পরিদর্শক সুনিল কান্তি বেপারী, আব্দুস ছত্তার, পলাশ চন্দ্র মালাকার, মো. বশিরুল্লাহ ও পরিবার কল্যাণ সহকারী লুৎফুন্নেছা বেগমসহ সকল কর্মচারীবৃন্দ।’’
Other