যথাযোগ্য মর্যাদায় বরিশালের উজিরপুরে পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (০৩ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামী লীগ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজিরপুর বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উজিরপুর মহিলা কলেজ মাঠে উপজেলা আ’লীগের সভাপতি এস এম জামাল হোসেন’র সভাপতিত্বে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, যুবলীগ সভাপতি পৌর মেয়র মো: গিয়ার উদ্দিন বেপারী,সাধারন সম্পাদক মো: হেমায়েত উদ্দিন, যুগ্ন সম্পাদক বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন – উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, শ্রমিকলীগের যুগ্ম আহব্বায়ক শিপন মোল্লাসহ শত শত নেতাকর্মীরা।
বরিশালের খবর