বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার হানুয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ আগস্ট) দুপুরে খেলাধুলার একপর্যায়ে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায় দুই শিশু।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
তারা হলো, ওই গ্রামের হারুন অর রশীদ মাস্টারের ছেলে নাবির (৪) ও রাজু পোদ্দারের ছেলে দুর্জয় (৭)।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর